শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

শেরপুরে মতবিনিময় সভা

প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

শেরপুর জেলা সংবাদদাতা
শেরপুর জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও স্থানীয় ক্রীড়া সংগঠকদের সাথে মতবিনিময় সভা করেছেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। বুধবার রাতে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের সংস্কার কাজ পরিদর্শনকালে স্টেডিয়াম মিলনায়তনে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকতাদের দাবির প্রেক্ষিতে ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় তার বক্তৃতায় শেরপুরে একটি ইনডোর স্টেডিয়াম ও একটি জিমনেসিয়াম নির্মাণের ঘোষণা দেন। একইসাথে তিনি শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের গ্যালারি সম্প্রসারণ, মিডিয়া সেন্টার নির্মাণসহ ডিএসএ, ডিএফএ ও মহিলা ক্রীড়া সংস্থার জন্য ১ লাখ ১০ হাজার টাকা অনুদান ঘোষণা করেন। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় ডিএসএ সেক্রেটারি নাজিমুল হক নাজিম, ডিএফএ সভাপতি মানিক দত্ত, মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদিকা কহিনুর বেগম বিদ্যুৎ প্রমুখ বক্তব্য রাখেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন