রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

অগ্নিকান্ডে ৫০ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

নীলফামারী জেলা সংবাদদাতা
নীলফামারীর সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের তেলীপাড়ায় ভয়াবহ আগুনে ৫০টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়েছে। বুধবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থরা রাত থেকে পরিবার নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চড়াইখোলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোশাররফ হোসেন মানিক জানান, রাত ১১টার টার দিকে ইউনিয়নের ২নং  ওয়ার্ডের তেলীপাড়ার মুড়ি-মুড়কী ব্যবসায়ী আব্দুল ওয়াহেদের বাড়ির রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়লে  আব্দুল ওয়াহেদ সহ ওই পাড়ার ৫০টি পরিবারের  অন্তত দুই শতাধিক পাকা-আধাপাকা ও কাঁচা ঘরবাড়ি, ঘরে থাকা ধান,চাল, আলু ও নগদ অর্থ  পুড়ে ছাই হয়। এসময় অগ্নিদগ্ধ হয়ে অন্তত ১০টি গরু, ১৫টি ছাগল, অর্ধশতাধিক হাঁস,মুরগী মারা যায়। খবর পেয়ে নীলফামারী এবং উত্তরা ইপিজেডে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে সাড়ে তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমান অন্তত অর্ধ কোটি টাকার বেশি বলে দাবি ক্ষতিগ্রস্থ পরিবারদের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন