বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ইক্ষু খামারের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা
গাইবান্ধার একমাত্র কৃষিভিত্তিক ভারিশিল্প কারখানা গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জস্থ রংপুর চিনিকলের মালিকানাধীন ইক্ষু খামারের জমি অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষার দাবিতে চিনিকলের কর্মকর্তা-শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন। এর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের চিনিকল পয়েন্টে কর্মকর্তা-শ্রমিক-কর্মচারী মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা ইউপি চেয়ারম্যান পরিষদের যুগ্ম-আহ্বায়ক ও মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল আউয়াল, রংপুর চিনিকল আখচাষী সমিতির সভাপতি জিন্নাত আলী প্রধান, মহিমাগঞ্জ ইউনিয়ন আ’লীগের সভাপতি মুন্সী রেজওয়ানুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, আ’লীগ নেতা খন্দকার হামিদুল ইসলাম, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা আ. মতিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার যখন চিনিশিল্প রক্ষাকল্পে সমুদয় সম্পদের বহুমুখী ব্যবহারের মাধ্যমে রংপুর চিনিকলে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে, ঠিক তখনই বিগত সময়ে রংপুর চিনিকলের মালিকানাধীন সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি লীজের নামে দখল করে খাওয়া এই গ্রুপটির হাত থেকে জমি ফেরৎ নেয়ার পর থেকেই তারা এ ষড়যন্ত্র শুরু করে। এতে প্রত্যক্ষ সহায়তা প্রদান শুরু করে প্রশাসন। এব্যাপারে স্থানীয় প্রশাসনকে বারবার অবহিত করার পরও রহস্যজনক কারণে তারা সরকারী সম্পদ রক্ষায় কোন ব্যবস্থাই গ্রহণ করেননি। বক্তারা আরও বলেন, অবিলম্বে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সরকারী সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে রাজপথ-রেলপথ অবরোধসহ বৃহত্তর আন্দোলন কর্মসূচী ঘোষণা করা হবে। এসময় কোন অনাকাক্সিক্ষত ঘটনা ঘটলে এর দায়-দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন