শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বেহাল সড়কে সীমাহীন জনদুর্ভোগ

প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কালাই (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা
জয়পুরহাটের কালাই পৌর শহরের মূলগ্রাম মহল্লার দু’টি রাস্তার বেহালদশা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। একটির রাস্তার কার্পেটিং ওঠে গিয়ে গর্তের সৃষ্টি, অন্যটি কাঁদামাটির তৈরি হওয়ায় অল্প বৃষ্টিতে জনদুর্ভোগ সৃষ্টি হয়ে চলাচল অযোগ্য হয়ে পড়ে। সরেজমিন জানা গেছে, পৌর শহরের মূলগ্রাম মহল্লার দু’টি রাস্তা এখনও বেহাল অবস্থা এমন অভিযোগ পৌরবাসীর। রাস্তাটি মূলগ্রাম মহল্লা থেকে হাটখেশারহাট গুচ্ছগ্রাম পর্যন্ত সে যুগের মাটির তৈরি প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা এবং কারিগরি কলেজ হতে মূলগ্রাম মহল্লার প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তার কার্পেটিং ওঠে গিয়ে স্থানে স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে মূলগ্রামের জনৈক অবসর প্রাপ্ত শিক্ষক জানান, কালাই পৌরসভা সাবেক মেয়র ক্ষমতায় থাকা অবস্থায় পৌরসভাটি দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হলেও সেই সময় নাগরিক সুবিধার কোন উন্নয়ন হয়নি। নবনির্বাচিত মেয়র খন্দকার হালিমূল আলম জন ক্ষমতা গ্রহণের দিন থেকে পৌরসভার নাগরিক সুবিধার বৃদ্ধিসহ ব্যাপক উন্নয়নের কাজ শুরু করেছে। কিন্তু মূলগ্রাম মহল্লার ২টি রাস্তার এখনও বেহালদশায় রয়েছে। এ ব্যাপারে কালাই পৌরসভার মেয়র খন্দকার হালিমূল আলম জনের সাথে মূলগ্রাম মহল্লার দু’টি রাস্তার বেহালদশা বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, মূলগ্রাম থেকে হাটশেখারহাট পর্যন্ত কাঁচা রাস্তাটি পাকা করণের পরিকল্পনা হাতে নিয়েছি এবং অপর রাস্তাটি কারিগরি কলেজ হতে মূলগ্রাম প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ওই রাস্তার সংস্কার কাজ প্রক্রিয়াধীন রয়েছে, শীঘ্রই সংস্কার কাজ শুরু করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন