বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

‘বন্দুকযুদ্ধে’ নৌদস্যু বাহিনীর প্রধান নিহত

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

 সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নৌদস্যু বাহিনীর প্রধান ফারুক মোড়ল (৩৮) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে দুই র‌্যাব সদস্য। গতকাল মঙ্গলবার ভোরে মোংলার পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কোদাল্লিয়া খালে ‘বন্দুকযুদ্ধে’র এ ঘটনা ঘটে। নিহত ফারুক খুলনার দাকোপের কলাবগি এলাকার আকবর মোড়লের ছেলে ও জলদস্যু ফারুক বাহিনীর প্রধান। র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল রওশন ফিরোজ সাংবাদিকদের জানান, পূর্ব সুন্দরবনের চাঁদপাই (মোংলার) রেঞ্জের কোদাল্লিয়া খালে গত সোমবার গভীর রাতে একদল নৌদস্যু জেলেদের জিম্মি করে বিকাশের মাধ্যমে চাঁদা আদায় করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছলে দস্যুরা গুলি ছুঁড়তে থাকে।
এ সময় আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে দস্যুবাহিনীর প্রধান ফারুক গুলিবিদ্ধ হন ও বাকিরা পালিয়ে যায়। পরে তাকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া ঘটনাস্থল একটি দেশিয় পাইপগান, কয়েকটি রামদা ও বেশ কয়েক রাউন্ড তাঁজাগুলি উদ্ধার করা হয়। নিহত দস্যুর লাশ মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন