বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

পিএম-কেয়ারসের বদলে ইউনিসেফকে বেছে নিয়ে সমালোচিত সাইফ-কারিনা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ইনস্টাগ্রামে ঘোষণা দিয়েছেন তিনি এবং তার স্বামী সাইফ আলি খান কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়ার জন্য ইউনিসেফ, গিভ ইন্ডিয়া এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর হিউম্যান ভ্যালুজকে (আইএএইচভি) দান করবেন।
তিনি লিখেছেন : “এমন এক কঠিন সময়ে আমাদের পরস্পরের সহায়তার জন্য এক হতে হবে। আমরা দুজন ঠিক তাই করতে যাচ্ছি এবং ইউনিসেফ, গিভ ইন্ডিয়া এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর হিউম্যান ভ্যালুজকে (আইএএইচভি) সমর্থন করার প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা আশা করব যারা সক্ষম তারাও তাই করবে। একতাই শক্তি। জয় হিন্দ। কারিনা, সাইফ আর তৈমুর।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তহবিল পিএম-কেয়ারসের বদলে তারা উলি­খিত তিনটি আন্তর্জাতিক সংস্থাকে বেছে নিয়েছেন বলে সোশান মিডিয়া ব্যাপারটিকে ভালভাবে গ্রহণ করতে পারেনি। তাদের এই মহতী উদ্যোগের প্রশংসা করেছে তাদের ভক্তদের অনেকেই।
সমালোচকদের একজন মন্তব্য করেছে : “ভারতীয় সমস্যার সমাধানের উদ্যোগকে পাশ কাটিয়ে দান করাকে কেমন করে মানবকল্যাণ বলে।”
আরেকজন সরাসরি লিখেছে : “পিএম-কেয়ারসে নয় কেন?”
অভিনেত্রীর সমালোচনা করে আরেকজন লিখেছেন : “বেবো পিএম কেয়ারসের তোয়াক্কা করেন না।”
আরেক সমালোচকের মন্তব্য : “অবশ্যই আপনারা পিএম-কেয়ারসকে কিছু দেবেন না। ইউনিসেফকে কেন? প্রচারের জন্য?”

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন