শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

স্ত্রীর মাথায় কোপ দিয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২০, ১২:০৩ এএম

করোনা সংক্রমণ এড়াতে দেশজুড়ে চলছে লকডাউন। বন্ধ কল-কারখানা। নেই আয়। তার ফলে বিপাকে পড়েছেন দিন আনি দিন খাই শ্রমিকরা। কীভাবে সংসার চলবে তা বুঝতে পারছেন না তারা। এই পরিস্থিতিতে অভাবের তাড়নায় দিশেহারা রাজ্যেরই এক দিনমজুর। স্ত্রীর মাথায় ধারালো অস্ত্রের কোপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন স্বামী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলির জগদীশপুর এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় স্বামী ও স্ত্রী দুজনেই হাসপাতালে ভরতি। সমীর নস্কর নামে ওই ব্যক্তি পেশায় দিনমজুর। অন্যের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালাতেন তিনি। কিন্তু করোনা আতঙ্কে দেশজুড়ে লকডাউন ঘোষণা হওয়ায় আপাতত কর্মহীন। আয় ছাড়া সংসারও চালাতে পারছিলেন না তিনি। দারিদ্রতার কারণে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি লেগেই ছিল। অভিযোগ, অশান্তির মাঝেই বৃহস্পতিবার ওই ব্যক্তি তার স্ত্রী শিশুবালার মাথায় বটি দিয়ে কোপ মারে। রক্তাক্ত অবস্থায় বাড়িতেই লুটিয়ে পড়েন স্ত্রী। চিৎকার শুনে প্রতিবেশীরা চলে আসেন। প্রতিবেশীরা আসার আগেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন সমীর। এরপর আশঙ্কাজনক অবস্থায় শিশুবালাকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। সেখানেই আপাতত চিকিৎসাধীন ওই মহিলা। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় মহিলার অবস্থা সংকটজনক। এদিকে, আবার লকডাউনের কারণে রক্তের সংকট দেখা দিয়েছে। সংবাদ প্রতিদিন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন