মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধের সময় বাড়ছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২০, ১২:০২ এএম

আগামী ৪ এপ্রিল (শনিবার) পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রেলপথ মন্ত্রণালয়। কিন্তু করোনাভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এ সময় আরও বাড়তে পারে বলে জানিয়েছেন রেলসচিব মো. মোফাজ্জেল হোসেন।

রেলসচিব মো. মোফাজ্জেল হোসেন বলেন, এখনও পর্যন্ত ৪ এপ্রিলের পর ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তবে আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। সরকারের পক্ষ থেকে নির্দেশনা আসলে তবেই ট্রেন চালানো হবে। একই কথা বললেন রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামানও। তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে গত ২৪ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এখনও সরকারের পক্ষ থেকে নির্দেশনা না আসায় ৪ এপ্রিলের পর ট্রেন চলাচল করছে না।

এদিকে দেশের প্রয়োজনে পণ্য, জ্বালানি তেল ও খাদ্যসামগ্রি নিয়ে মালবাহী ট্রেন চলছে সারাদেশে। এসব ট্রেনের সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে খাদ্য গুদাম পরিদর্শন করেছেন রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) সাদেকুর রহমান। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি খাদ্য গুদাম পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
Sheikh Mawla ৩ এপ্রিল, ২০২০, ১:৪৭ এএম says : 0
বাংলাদেশ সরকার এবং সাধারণ জনগণ আরও সচেতন হোক, দোয়া করি বাংলাদেশের সব মানুষ যেন এই ভয়াবহ পরিস্থিতি থেকে নিরাপদ থাকে।
Total Reply(0)
Tenacious Khalid ৩ এপ্রিল, ২০২০, ১:৪৮ এএম says : 0
খুবই দ্রুত মানুষ মুক্তি পাবে ইনশাআল্লাহ।
Total Reply(0)
আলা উদ্দিন শুভ ৩ এপ্রিল, ২০২০, ১:৪৮ এএম says : 0
সবাই সচেতন হোন, অন্যকেও সচেতন করুন। সচেতনতা হোক করোনা মুক্তির একমাত্র হাতিয়ার।
Total Reply(0)
Anisur Rahman Ripon ৩ এপ্রিল, ২০২০, ১:৪৮ এএম says : 0
আমার ধারণা এইটা তৃতীয় বিশ্ব যুদ্ধ! একক করোনার বিরুদ্ধে বিশ্বের সব পরাশক্তি। আল্লাহ্‌র মাইর
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন