শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

৮ থেকে ১৯ বছর একই স্থানে কর্মরত

প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা

ময়মনসিংহের নান্দাইল উপজেলার বেতাগৈর, চন্ডীপাশা, গাংগাইল ও আচারগাঁও ইউনিয়নের ৪ ইউপি সচিবকে একযোগে নান্দাইল থেকে ঈশ্বরগঞ্জ উপজেলায় বদলি করা হয়েছে। ১নং বেতাগৈর ইউনিয়নের সচিব মোঃ রফিকুল ইসলাম (৮বৎসর ইউনিয়নে কর্মরত), ৪নং চন্ডীপাশা ইউনিয়নের সচিব মোঃ খসরু (১৯ বৎসর চন্ডীপাশা ইউনিয়নে কর্মরত), ৫নং গাংগাইল ইউনিয়নের সচিব মোঃ আবুল হোসেন (১৫ বৎসর ইউনিয়নে কর্মরত) ও ৯নং আচারগাঁও ইউনিয়নের সচিব মোঃ আবু শোহেব শাহীন (১০ বৎসর একই ইউনিয়নে কর্মরত) ছিলেন। উল্লেখ্য, সরকারি বিধি মোতাবেক একজন ইউপি সচিব ৩ বৎসরের বেশী এক ইউনিয়নে থাকার কথা নয় অথচ অজ্ঞাত কারণে বছরের পর বছর তারা একই ইউনিয়নে দায়িত্ব পালন করেছেন। গত ৬ মাসে ইউপি চেয়ারম্যানরা নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় এই সচিবরা ইউপির বিভিন্ন প্রকল্পে ৯/৬ করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। এই সচিবদের বদলীর ফলে স্থানীয় জনগণ উর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন