শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পুলিশ পরিচয়ে চার বাড়িতে ডাকাতি নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা

সাতক্ষীরা শহরের এক কলেজ শিক্ষকসহ চার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে পুলিশ পরিচয়ে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা এ সময় অস্ত্রের মুখে পরিবারের লোকজনদের জিম্মি করে নগদ ৭৮ হাজার টাকা, ১২ ভরি স্বর্ণালংকার ও দামী মোবাইল ফোন নিয়ে গেছে। সাতক্ষীরার কুমিরা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক এবং পুরাতন সাতক্ষীরার বাসিন্দা আব্দুল হামিদ জানান, আনুমানিক রাত দুটোর দিকে ৮/১০ জনের একটি ডাকাতদল প্রথমে তার ২য় তলা বাড়ির নীচ তলার ক্লপসিকল গেট ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর তারা উপরে উঠে নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। পুলিশের কথা শুনে তিনি দরজা খুলে দেন। ডাকাতরা তাকে বেঁধে ফেলে গলায় ছুরি ধরে। পরে তার স্ত্রীকে ঘুম থেকে ডেকে তুলে তাকেও ডাকাতরা বেধেঁ ফেলে। এরপর ডাকাতরা ঘরের আলমারি ভেঙ্গে নদগ ২৪ হাজার টাকা ও আনুমানিক আটভরি ওজনের স্বর্ণালংকার এবং একটি দামী মোবাইল ফোন নিয়ে যায়। তিনি আরো জানান, তার বাড়িতে ডাকাতি হওয়ার আগে তারই প্রতিবেশী মৃত আব্দুর রশিদের তিন ছেলে রবিউল, রেজাউল ও রাজিউলের বাড়িতে ডাকাতরা হানা দেয়। পুলিশ পরিচয়ে ওই তিন সহোদরের বাড়ি থেকে তারা ৫৪ হাজার টাকা ও ৪ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে গেছে ডাকাতরা। শিক্ষক আব্দুল হামিদ জানান, এ ব্যাপারে তিনি সাতক্ষীরা থানায় মামলা দায়ের করবেন। সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, ঘটনা শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের ধরার জন্য চেষ্টা চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন