লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা
লক্ষ্মীপুরে কলেজ ছাত্রীকে উত্যক্ত করাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের পৃথক পৃথক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের ৫ নেতাকর্মী আহত হয়েছে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের উত্তর তেমুহনী এলাকায় জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস গ্রুপ এবং দুপুরে দালাল বাজার ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি বেলাল হোসেন অনিক ও সদর উপজেলা ছাত্রলীগ নেতা কনককারী গ্রুপের মধ্যে এ পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয় গ্রুপের কর্মীরা ৭/৮টি গাড়ি ভাঙচুর করে। জানা যায়, দীর্ঘদিন ধরে দালাল বাজার ডিগ্রী কলেজের একাদ্বশ শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল শ্যামলী আইডিয়াল কলেজের ছাত্র ও সদর উপজেলা ছাত্রলীগ নেতা কানককারী। গত বৃহস্পতিবার দুপুরে বহিরাগতদের নিয়ে কানককারীর নেতৃত্বে ২০/২৫ জনের ছাত্রলীগের নেতা-কর্মী কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে। এসময় কলেজ ছাত্রলীগের সভাপতি বেলাল হোসেন অনিকসহ অন্যরা এর প্রতিবাদ করে এবং অধ্যক্ষের রুমে নিয়ে কনককারীকে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে ছাত্রলীগ নেতা কনককারীর গ্রুপ বেলাল হোসেন অনিক গ্রুপের ওপর হামলা চালায়। এনিয়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন নবী সোহেল ও রাকিব হোসেন লোটাস গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উত্তর তেমুহনী এলাকায় ৫টি সিএনজি ও একটি বাস ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন