কুমিল্লার মুরাদনগর উপজেলার তিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে কারণ দর্শনোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে। বর্তমানে করোনাভাইরাস সংক্রামণ পরিস্থিতি মোকাবেলায় এবং সরকারি বরাদ্দের খাদ্যসামগ্রী গরিব, অসহায় ও শ্রমজীবীদের মধ্যে বিতরণ না করায় এ শোকজ নোটিশ দিয়েছেন জেলা প্রশাসক। শোকজে তাদের সাত দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে। ওই তিন চেয়ারম্যান হলেন- আকুবপুর ইউপির বাবুল আহম্মেদ মোল্লা, রামচন্দ্রপুর উত্তরের সফু মিয়া সরকার ও বাবুটিপাড়ার জাকির হোসেন মুন্সী। মুরাদনগর উপজেলার ২২ ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণের সময় ওই তিন ইউপি চেয়ারম্যানকে এলাকায় না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বিষয়টি গত ৩০ মার্চ জেলা প্রশাসককে লিখিতভাবে অবহিত করেন।
এ বিষয়ে আকুবপুর ইউপি চেয়ারম্যান বাবুল আহম্মেদ মোল্লা বলেন, আমার হার্টের সমস্যার কারণে ঢাকায় চিকিৎসা নিতে যাই। পরে লকডাউনে গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ায় আটকা পড়ি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন