শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

চাটমোহর র‌্যালি ও সমাবেশ

প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা

সারাদেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের কতিপয় শিক্ষার্থীদের জঙ্গিবাদ, সন্ত্রাসবাদে জড়িয়ে পড়ার প্রেক্ষিতে পাবনার চাটমোহর ডিগ্রি কলেজ জঙ্গিবাদবিরোধী র‌্যালি ও সমাবেশ করেছে। গতকাল শুক্রবার সকালে কলেজ ক্যাম্পাস থেকে অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে গভর্নিং বডির সদস্যবৃন্দ, সকল শিক্ষক, কর্মচারী ও দেড় সহস্রাধিক ছাত্রছাত্রীদের নিয়ে জঙ্গিবাদবিরোধী র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রধান সড়ক বেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বরে গিয়ে অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক ভাইস চেয়ারম্যান ও কলেজের গভর্নিং বডির সদস্য মোঃ হেলাল উদ্দিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেহেলী লায়লা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, চাটমোহর পৌরসভার প্যানেল মেয়র ও কলেজের গভর্নিং বডির সদস্য মোঃ নাজিমুদ্দিন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন