শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

অতিরিক্ত পণ্য বোঝাই ট্রাক চলাচলে সড়কের বেহাল অবস্থা

প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

আশাশুনি (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা

আশাশুনি উপজেলার কাদাকাটি হলদেপোতা টু প্রতাপনগর সড়কের অবস্থা অল্পদিনেই শোচনীয় হয়ে পড়েছে। অতিরিক্ত মালামাল বোঝাই ট্রাক সড়ককে বিপদজনক করে তুলেছে। সড়কটি নির্মাণের পর থেকে প্রতাপনগর, আনুলিয়া, খাজরা, বড়দল ইউনিয়নের সড়ক যোগাযোগ খুবই সহজতর হয়েছে। অন্যপথে কিংবা নৌপথে মালামাল পরিবহন খরচ বেশি হওয়ায় ব্যবসায়ী ও অন্যরা এই সড়ক দিয়েই ট্রাকসহ বিভিন্ন যানবাহনে তাদের মালামাল আনা নেওয়া করে আসছেন। সড়কের অধিকাংশ এলাকায় মৎস্য ঘের, পুকুর, খাল-বিল থাকায় বর্ষা মৌসুমসহ সকল সময় পানির ঢেউয়ে রাস্তার পার্শ্ববর্তী অংশ ক্ষয়ে যাচ্ছে। অসংখ্য স্থানে রাস্তা বসে যেতে শুরু করেছে। আর এহেন অবস্থায় অতিরিক্ত মাল বোঝাই করে এই পথে ট্রাক দ্রুত গতিতে চলাচল করায় সড়কের অবস্থা আরও শোচনীয় হয়ে পড়েছে। ধারণ ক্ষমতার অতিরিক্ত মাল নিয়ে যাওয়ার কারণে এবং বিশেষ করে মৎস্য ঘের, পুকুর ও বিলের পানির স্পর্শে নষ্ট কিংবা হুমকিযুক্ত সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে মুনাফা লোভী ব্যবসায়ী ও ব্যক্তিবর্গ সড়কের অবস্থার তোয়াক্কা না করে মালামাল বহন করায় প্রায়ই সড়কে ট্রাকের চাকা আটকে সড়ককে আরও নষ্ট করে চলেছে। এতে মাঝে মধ্যে দীর্ঘ সময় সড়কটিতে যানজট লেগে থাকতে দেখা যায়। সড়কে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ করার পাশাপাশি সড়কের পাশে মৎস্য ঘের গুলোর আউট ড্রেন তৈরি এবং পুকুর, খাল-বিল এলাকায় সড়ক রক্ষার ব্যবস্থা করার জন্য এলাকাবাসী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন