আমতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা
আমতলী সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি ১ম বর্ষের মেধাবী ছাত্র মোঃ শাহিন দীর্ঘদিন চক্ষু রোগে ভুগছে। তার দুটি চোখই অন্ধ হয়ে পড়েছে। বর্তমান রাজধানীর ধানমন্ডির হারুন আই ফাউন্ডেশনে চিকিৎসাধীন। ডাক্তারগণ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে জানান, শাহিনের চোখের মণি গোল থাকার কথা, কিন্তু মণি দুটি লম্বা হয়ে গেছে। চোখের পাওয়ার একটি মাইনাজ-৫ অপরটি মাইনাজ-৪ হওয়ার কারণে চোখের দৃষ্টিশক্তি নেই। জরুরি অপারেশনের প্রয়োজন। এতে প্রায় ২ লাখ টাকার প্রয়োজন।
বরগুনা জেলার আমতলী উপজেলার চন্দ্রা গ্রামের দরিদ্র দিনমজুর মাছ বিক্রেতা মোঃ শাজাহান খানের ছেলে মোঃ শাহিন। তার দরিদ্র পিতার পক্ষে ছেলের চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তাই তিনি বাধ্য হয়ে সমাজের দানশীল, দয়াবান, ধনবানদের নিকট ছেলের চিকিৎসায় সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা-
মোঃ শাজাহান খান
মোবাইল : ০১৭৩২-৩৪৩০৭৮ (বিকাশ)
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন