রাজশাহী মহানগরীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। গতকাল বুধবার দুপুরে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. বাচ্চু (৪০)। তার বাড়ি নগরীর বোয়ালিয়া থানার তালাইমারি শহিদ মিনার এলাকায়।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বাচ্চু রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে বাচ্চু গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এদিকে নগরীর মতিহার থানার ওসি জানান, নগরীর উপকণ্ঠ চৌদ্দপাই এলাকায় একটি ভ্যান, অটোরিকশা এবং মোটরসাইকেলের ত্রিমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন