মানিকগঞ্জ জেলা সংবাদদাতা
মানিকগঞ্জে পৃথক সড়ক দুঘর্টনায় দুই মোটরসাইকেল আরোহীসহ ৩জন নিহত হয়েছে। আহত হয়েছে অপর ১৫জন। গতকাল শনিবার সকাল সাড়ে ৬ টায় ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার মূলজান নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ও সকাল সাড়ে ৮টার দিকে শিবালয় উপজেলার টেপড়া এলাকায় দুর পাল্লার একটি বাস মোটরসাইকেলকে চাপা দিলে এই দুঘর্টনা ঘটে। নিহতরা হলো বাস যাত্রী শহীদুল ইসলাম (৩৫) এবং মোটরসাইকেল আরোহী আলমগীর হোসেন (২৫) ও রাজিবুল হাসান (২৮)। নিহত শহীদুল ইসলাম মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার উকিয়া এলাকার মোঃ আব্দুল আলীর ছেলে। আলমগীর হোসেন একই উপজেলার কাতরাসীন গ্রামের আক্কাছ আলীর ছেলে। অপর নিহত রাজিবুল হাসান এর বাড়ি ওই উপজেলার ভবানীপুর এলাকার বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, সকাল সাড়ে ৬টার দিকে পাটুরিয়া থেকে ছেড়ে আসা এনএনবি পরিবহনের একটি বাস গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সদর উপলোর মূলজান এলাকায় রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় এক যাত্রী এবং আহত হয় অপর ১৫ জন। ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘন্টা চেষ্টার পর আহতদের উদ্ধার করে ১২ জনকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ও ৩ জনকে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এদের মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে একই মহাসড়কে শিবালয় উপজেলার টেপড়া এলাকায় সকাল সাড়ে ৮টার দিকে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের একটি দুরপাল্লার বাস বিপরীতমুখী একটি মোটরসাইকেলেকে চাঁপা দিলে ঘটনাস্থলেই আলমগীর হোসেন ও রাজিবুল হাসান নামের দুই মোটরসাইকেল আরোহী মারা যায়। গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজেন্ট ইয়ামীন-উদ-দৌলা জানান ঘাতক বাস দু’টি আটক করা হয়েছে। তবে উভয় বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন