শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সৈয়দপুর বাস টার্মিনাল সংস্কারের অভাবে বেহাল দশা, দুর্ভোগ চরমে

প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

নজির হোসেন নজু, সৈয়দপুর (নীলফামারী) থেকে

নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল মেরামত ও সংস্কারের অভাবে বেহাল দশায় পৌঁছেছে। ফলে যাত্রী ও পরিবহনের সাথে সংশ্লিষ্টরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এই বেহাল দশায় টার্মিনালের মূল ভবন ব্যবহার না করে প্রধান সড়কে বাসে যাত্রী ওঠানামা করায় জীবনের ঝুঁকি বেড়েই চলেছে। সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল হয়ে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বাংলাবান্ধা, নীলফামারীর ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ, দিনাজপুরের পার্বতীপুর, ফুলবাড়ি, দেবীগঞ্জ, চিলাহাটি প্রভৃতি এলাকার প্রায় ৭ থেকে ৮শ’ গাড়ি প্রতিদিন চলাচল করে থাকে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, খুলনা, যশোর, বগুড়ার দূরপাল্লার কোচও এই টার্মিনাল হয়ে গন্তব্যে যাতায়াত করে থাকে। দীর্ঘদিন ধরে বাস টার্মিনালটি মেরামত ও সংস্কার না করায় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে টার্মিনালে পানি থৈ থৈ করে। ফলে বাস টার্মিনালে কোন গাড়ি প্রবেশ করতে পারে না এবং যাত্রীরাও ওঠানামা করতে পারছে না। এ অবস্থায় চলাচলকারী বাসগুলো প্রধান সড়কে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করায় প্রাণহানির ঘটনা ঘটছে। ইতোমধ্যে সেখানে কয়েকজনের প্রাণহাণির ঘটনা ঘটনায় দুর্ঘটনা প্রবণ ব্লাক স্পট হিসেবে চিহ্নিত করে রোড ডিভাইডার নির্মাণ করা হয়েছে। নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন জানান, বাস টার্মিনালটি মেরামত ও সংস্কারের জন্য বহুবার সৈয়দপুর পৌরসভার কাছে আবেদন-নিবেদন করা হয়েছে। কিন্ত দীর্ঘদিনেও এটি মেরামত না করায় যাত্রী ও পরিবহন শ্রমিকদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। টার্মিনালটি খানাখন্দকে পরিণত হওয়ায় বর্তমানে প্রায় ব্যবহার হচ্ছে না স্বীকার করেন তিনি। পৌরসভার সূত্র জানায়, সৈয়দপুর বাস টার্মিনাল মেরামত ও সংস্কারের জন্য চলতি অর্থবছরে অর্থ বরাদ্দ রাখা হয়েছে। খুব শিগগিরই কাজ শুরু হবে জানানো হয়েছে। এটির কাজ হলে সকলের দুর্ভোগ কমে আসবে। চলাচলকারী বাসগুলো টার্মিনাল ব্যবহার ও শৃঙ্খলা ফিরিয়ে আনাসহ টার্মিনাল ব্যবহারে বাধ্য করার জন্য সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে সূত্র জানায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন