শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ঠাকুরগাঁও ও পুঠিয়ায় কলেজ সরকারিকরণের দাবি

প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

অভ্যন্তরীণ ডেস্ক

ঠাকুরগাঁও ও পুঠিয়ায় কলেজ সরকারিকরণের দাবি সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এ সংক্রান্ত আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা জানান, পুঠিয়া উপজেলার বানেশ্বরবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি বানেশ্বর কলেজ সরকারিকরণের। পুঠিয়া উপজেলার প্রাণকেন্দ্র বানেশ্বরে অবস্থিত ৬০ বছর পূর্বে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বানেশ্বর কলেজটিকে সরকারিকরণের দাবিতে গতকাল শনিবার সকালে বানেশ্বর ট্রাফিক মোড় চত্বরে বানেশ্বর কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রীদের উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ এলাকার জনগণ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ এস এম একরামুল হক, ভাইস প্রিন্সিপাল খোরশেদ আলম, বানেশ্বর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কলেজ ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন, অধ্যাপক মনিরুজ্জামান মনি ও এবাদুল্লাহ, কলেজ গভর্নিংবডির সদস্য নাসিমুজ্জামান টিপু, ভারতী রানী দাস, সিদ্দিকুর রহমান প্রমুখ। বক্তারা কলেজটিকে সরকারিকরণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা জানান, ঠাকুরগাঁও জেলার একমাত্র বঙ্গবন্ধু ডিগ্রী কলেজকে জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে কলেজ কর্তৃপক্ষ। গতকাল শনিবার বেলা ১২টায় ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনাতায়নে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে কলেজের অধ্যক্ষ শাহাজাহান আলী লিখিত বক্তব্যে বলেন, ১৯৭২ সালে ৫ একর ১ শতক জমির উপর বঙ্গবন্ধু কলেজ নামে প্রতিষ্ঠিত কলেজটিতে ৪৬জন শিক্ষক/কর্মচারী ও ১১শ শিক্ষার্থী থাকা সত্ত্বেও নেকমরদ বঙ্গবন্ধু ডিগ্রী কলেজকে জাতীয়করণ করা হয়নি। এ কলেজের শিক্ষার মান ফলাফল ও অবকাঠামোগত উন্নয়ন সন্তোষজনক হলেও কলেজটি জাতীয় করণের বিষয়ে যথাযথ দ’ুদৃষ্টি পায়নি। আমরা প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। এসময় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, সাধারণ সম্পাদ লুৎফর রহমান মিঠুসহ জেলার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন