সোনারগাঁ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
সোনারগাঁ উপজেলার কাঁচপুর সেনপাড়া এলাকায় গলায় ফাঁস দিয়ে ইছমত আরা নামের এক গার্মেন্ট কর্মী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেছে। পুলিশ জানায়, উপজেলা কাঁচপুর সেনপাড়া এলাকার সুরুজ মিয়ার ভাড়াটিয়া আ. বারেকের মেয়ে ইছমত আরা (১৫) মানসিকভাবে অসুস্থ ছিল। সে মাঝে মাঝেই পাগলের মতো আচারণ করত। গত শুক্রবার দুপুরে খেয়ে সে ঘরে গিয়ে দরজা ভেতর থেকে আটকিয়ে দেয়। রাতে তার পরিবারের লোকজন তাকে ডাকতে ঘরে দিয়ে দরজা খুলতে বলে। পরে তার কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখে সে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। নিহত ইছমত আরা আদমজী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করে। সে মজলিশপুর গ্রামের নিকলী থানার কিশোরগঞ্জ এলাকার বাসিন্দা।
দেশীয় মদসহ আটক ২
সোনারগাঁয়ে দেশীয় মদ বিক্রির অভিযোগে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদের উপজেলার সাদিপুর ইউনিয়নের ব্রাক্ষণবারগাঁও এলাকা থেকে ২৫ লিটার দেশীয় মদসহ আটক করা হয়। সোনারগাঁ থানার এসআই মোস্তাফিজ জানান, উপজেলার সাদিপুর ইউপির ব্রক্ষণবারগাঁও এলাকার গফুর মিয়ার ছেলে জাফর মিয়া (৫৫) ও একই এলাকার মৃত সোনা মিয়ার ছেলে মজিবুর (৫০) দীর্ঘদিন যাবত দেশীয় চোলাইমদ বিক্রি করে আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে তাদের বাড়িতে অভিযান চালিয়ে ২৫ লিটার দেশীয় মদসহ তাদের দু’জনকে আটক করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন