শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কৃষক পরিবারকে হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন গ্রামে কৃষক পরিবারকে প্রশাসন কর্তৃক হয়রানি না করার দাবিতে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেছে এলাকাবাসী। গতকাল শনিবার সকালে ওই গ্রামের কয়েক শত নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে ডুমাইন ইউনিয়ন আ. লীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, তিন নং ওয়ার্ড সভাপতি মো. সৈয়দ আলী শেখ, আ.লীগ নেতা তরিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো. বিল্লাল মোল্লা, সাবেক সেনা সদস্য আয়ুব আলী শেখ, ভুক্তভাগী ও ইউনিয়ন আ. লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, জাকিয়া সুলতানা ও সোহেলী বেগম বক্তব্য রাখেন। বক্তারা বলেন, প্রতিবেশীর সাথে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ র‌্যাবকে প্রভাবিত করে ওই যুবককে তিনবার গ্রেফতার করায়। ভবিষ্যতে এ ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর দাবি জানানো হয় মানববন্ধন থেকে। একই সাথে অহেতুক হয়রানির সাথে সম্পৃক্তদের তদন্তপূর্বক শনাক্ত করে ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয় মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন থেকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন