মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আসুন, অসহায় মানুষের পাশে দাঁড়াই -অনন্ত

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক ও বিশিষ্ট শিল্পপতি অনন্ত জলিল দেশে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ার আগে থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। শুরু করেন চলচ্চিত্রের মানুষদের সহযোগিতার মধ্য দিয়ে। তার এই সহযোগিতা এখনো অব্যাহত রয়েছে। নিজের জগৎ চলচ্চিত্রের পাশাপাশি সাধারণ মানুষের পাশেও দাঁড়িয়েছেন। যদিও অনন্ত সারা বছরই বিভিন্ন সমাজসেবামূলক কাজ ও অসহায় মানুষের সহযোগিতার কাজে নিজেকে নিয়োজিত রাখেন, যা তার জীবন দর্শনের অংশ। তবে করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া মানুষের পাশে আরও বেশি করে দাঁড়াচ্ছেন। প্রতিদিনই দেশের কোনো না কোনো এলাকা থেকে সাহায্যের আবেদন আসছে। এসব আবেদনে তিনি সাধ্যমতো সাড়াও দিচ্ছেন। কাউকেই ফেরাচ্ছেন না। এ ব্যাপারে অনন্ত বলেন, এগুলো বলার বিষয় নয়। আমি আমার সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করি। আল্লাহ আমাকে যা দিয়েছেন, তাতে শোকর করি এবং তা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করি। তিনি বলেন, আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখব, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সামর্থ্য আল্লাহ সবাইকে দেন না। যাদের দেন, বুঝতে হবে তাদের উপর আল্লাহ বিশেষ দায়িত্ব দিয়েছেন। আল্লাহ আমাকে যাই দিয়েছেন, আমি মনে করি, এর মধ্য থেকেই আমাকে মানুষের সহায়তায় দাঁড়াতে হবে। এটা আমার দায়িত্ব। এ বিশ্বাস থেকে আমি অসহায় মানুষের সহযোগিতায় পাশে দাঁড়াতে চেষ্টা করি। আমি মনে করি, যাদের সামর্থ্য আছে, অসহায় মানুষের পাশে তাদের দাঁড়ানো উচিৎ। আর এখন এই মহাদুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো অবশ্যই উচিৎ। আমি সামর্থ্যবানদের আহবান জনাই, আসুন, সামর্থ্য অনুযায়ী আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই। তাদের একটু এগিয়ে দেই। তাদের কঠিন পথ পাড়ি দিতে সহযোগিতা করি। অনন্ত বলেন, দান-অনুদান কিংবা সহযোগিতা গ্রহণের চেয়ে প্রদান করার মধ্যে আনন্দ ও তৃপ্তি বেশি। যারা এ কাজে যুক্ত থাকেন তারা তা ভালো জানেন। এদিকে অনন্ত, চলচ্চিত্রের আরও ১১৩ জনকে ১০ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এদের মধ্যে রয়েছে, নৃত্য পরিচালক ও তাদের সহযোগী এবং প্রডাকশনে কাজ করা ক্রু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন