শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ফের লড়াইয়ে জিকো- ফালকাওরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপে যখন গোটাবিশ্ব দিশেহারা ঠিক তখনই লড়তে ফের ঐক্যবদ্ধ হয়েছেন ১৯৮২ বিশ্বকাপের ব্রাজিল দল। মানুষের এই দুঃসময়ে তাদের সহযোগিতা করতে তহবিল সংগ্রহে এগিয়ে এসেছেন ব্রাজিলের ১৯৮২ বিশ্বকাপ দলের ফুটবলাররা। অসহায়দের সহযোগিতা করার মূল উদ্যোক্তা রবের্তো ফালকাও। তিনি পাশে পাচ্ছেন জিকো, জুনিয়র ও লেয়ান্দ্রোসহ সাবেক ১৯ সতীর্থকে। এক ভিডিও বার্তায় মানুষের সাহায্যে এগিয়ে আসার ও অনুদানের আবেদন জানিয়েছেন তারা। আবেদনে সাড়াও পেয়েছেন বেশ ভালো। মিডফিল্ডার সক্রেটিস ও বাতিস্তা এবং গোলরক্ষক পেরেস ছাড়া ব্রাজিলের ১৯৮২ বিশ্বকাপ দলের সবাই সুস্থভাবে বেঁচে আছেন। তারা স্বতস্ফুর্তভাবে ফালকাওয়ের উদ্যোগে অংশ নিয়েছেন। এক সপ্তাহেরও কম সময়ে তাদের তহবিলে জমা পড়েছে পাঁচ লাখ মার্কিন ডলার। রোমার সাবেক মিডফিল্ডার ফালকাও, ‘১৯৮২ ব্রাজিল দল পরিচিত ছিল এর সৃজনশীল ফুটবল, একতা ও দলগতভাবে কাজ করার নীতির জন্য। আমরা আবার ব্রাজিলের জন্যে সোচ্চার হয়েছি।’

গতকাল পর্যন্ত ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২০ হাজার। মারা গেছেন ১১০০ মানুষ। কার্যকর পদক্ষেপ নিতে না পারলে ঘনবসতিপূর্ণ শহরগুলোতে করোনাভাইরাসের প্রকোপে মারাত্মক আকার ধারণ করতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন