শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

হেফাজত আমির অসুস্থ আল্লামা শাহ আহমদ শফী ঢাকায় পৌঁছেছেন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২০, ৪:১৫ পিএম

উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে হেলিকপ্টার যোগে ঢাকায় পৌঁছেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমির ও হাটহাজারীর কওমি মাদরাসা দারুল উলূম মুঈনুল ইসলামের মহাপরিচালক শাহ আহমদ শফী। আজ মঙ্গলবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে করে তাকে ঢাকার গেন্ডারিয়াস্থ ধোপখোলা মাঠে নিয়ে আসা হয়। তাকে আসগর আলী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
অধ্যাপক ডা. মতিউর রহমানের অধীনে তিনি চিকিৎসাধীন। আল্লামা শফীর ছেলে আনাস মাদানী আজ বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সুস্থ্য আছেন বলে জানানো হয়।
বদহজম ও দুর্বলতা নিয়ে গত শনিবার চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর হাসপাতালে ভর্তি হয়েছিলেন আল্লামা আহমদ শফী। তার ছেলে আনাস মাদানী এবং ব্যক্তিগত সহকারী মোহাম্মদ শফী তার সঙ্গে রয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Sahih ১৪ এপ্রিল, ২০২০, ৮:৫৬ পিএম says : 0
রোগের নিরাময় গ্রন্থের নামঃ সহীহ বুখারী (ইফাঃ) হাদিস নম্বরঃ [5278] অধ্যায়ঃ ৬৩/ চিকিৎসা পাবলিশারঃ ইসলামিক ফাউন্ডেশন‏ পরিচ্ছদঃ ২২৭৪. তিনটি জিনিসের মধ্যে রোগের নিরাময় আছে ৫২৭৮। হুসায়ন (রহঃ) … ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, তিনটি জিনিসের মধ্যে রোগমুক্তির ব্যবস্থা নিহিত আছে। মধু পান করা ও ব্যবহার করা, শিঙ্গা লাগান এবং আগুন (তপ্ত লৌহ) দিয়ে দাগ লাগানো। তবে আমি আমার উম্মতকে আগুন দিয়ে দাগ লাগাতে নিষেধ করছি। হাদীসটি “মারফূ”। কুম্মী হাদীসটি লায়স, মুজাহিদ, ইবনু আব্বাস (রাঃ) সূত্রে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে فِي الْعَسَلِ وَالْحَجْمِ‏ শব্দে বর্ননা করেছেন। হাদিসের মানঃ সহিহ (Sahih)
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন