সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম

আগামীকাল বৃহস্পতিবার কাপাসিয়ায় আসছেন আল্লামা আহমাদ শফি

কাপাসিয়া( গাজীপুর) থেকে শামসুল হুদা লিটন | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৯, ২:২১ পিএম

আগামীকাল ১৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় কাপাসিয়ায় আসছেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমীর শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফি। উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মাদরাসা নূরুল কুরআন আল ইসলামিয়া বড়জোনা প্রতিষ্ঠার ১৪ বছর পূর্তি উপলক্ষ্যে মাদরাসা মাঠে আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তারবন্দী ও মহা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের নির্বাহী সদস্য আল্লামা আশেকে মোস্তফা। উদ্বোধন করবেন তানজিমুল মাদারিসিল কওমিয়্যার চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, নির্বাচন কমিশনের প্রাক্তন উপ-উপ-সচিব আলহাজ্ব সামসুল আলম, শাইখুল হাদীস আল্লামা আশরাফ আলী, আল্লামা মুফতি মনসুরুল হক। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা জুনাইদ আল হাবিব, আল্লামা নোমান ফরায়জী, মুফতি নজরুল ইসলাম কাসেমী, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা মাহমুদুল হাসান গুনবি , মুফতি লুৎফর রহমান ফরায়জী প্রমূখ।

আল্লামা শাহ আহমাদ শফির আগমন উপলক্ষে মাদরাসা নুরুল কুরআন আল ইসলামিয়া বড়জোনার কতৃপক্ষ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। গত কয়েক দিন ধরে কাপাসিয়া উপজেলা ব্যাপী চলছে লিফলেট বিতরণ, মাইকিং, পোষ্টারিং সহ ব্যাপক প্রচার- প্রচারণা। আইন- শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থার জন্য স্থানীয় পুলিশ প্রশাসন সহযোগিতা প্রদান করবেন। সেই সাথে থাকবে আয়োজকদের চার শতাধিক নিজস্ব স্বেচ্ছাসেবক। আল্লামা আহমাদ শফি 'র আগমন বর্তমানে কাপাসিয়ার প্রধান আলোচনার বিষয়ে পরিনত হয়েছে। বিশেষ করে কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক ও সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে ভিন্ন আবেগ ও অনুভূতি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন