শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

লালমোহনে মসজিদে হামলা বিচারের দাবীতে মুসুল্লিদের মানববন্ধন

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২০, ৪:৫৩ পিএম

ভোলার লালমোহনে মসজিদে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। সোমবার মাগরিবের নামাজ চালাকালীন সময় উপজেলার চরভূতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বায়তুল নাজাত জামে মসজিদে এ হামলার ঘটনা ঘটে। এতে মসজিদ কমিটির সভাপতি ছিদ্দিক মিয়াসহ ৭ জন আহত হয়। এর মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। আহত সকলকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরে ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবী জানিয়ে মঙ্গলবার মসজিদ প্রাঙ্গনে মানববন্ধন করছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ মসজিদের মুসল্লিরা।
এসময় মুসল্লিরা জানান, মসজিদের পাঞ্জেগানা ইমাম মাওলানা নাজিমের পরিবারের সাথে ওই এলাকার জামাল গংদের দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলছে। এ ঘটনার কারণে সোমবার মাগরিবের নামাজের সময় জামাল গংরা ওই এলাকার সন্ত্রাসী ইউসূফের নেতৃত্বে মিলন, জিলন, সেলিম, নূরে আলম, আবুল হোসেন, কাশেম ও রতনসহ ১৫ জনের একদল সন্ত্রাস বাহিনী মসজিদে অর্তকিত হামলা চালায়। এসময় ইউসুফের মটর সাইকেল আটক করে মুসল্লিরা। মানববন্ধন থেকে ঘটনার সাথে জড়িতদের কঠিন বিচারের দাবীও করা হয়।
এব্যাপারে অভিযুক্ত জামালের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন