শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মুন্সিগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত

শ্রীনগর (মুন্সিগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২০, ৭:৫৫ পিএম

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কনস্টেবল মনির ও সৈনিক নাসির।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বেজগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম মাসুদ (৩৬)। তবে অন্য জনের নাম জানা যায়নি।
র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার দুপুরে বেজগাঁও এলাকায় অভিযান চালানো হয়। এসময় উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতরা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে ডাকাত সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ডাকাত দলের দুই সদস্যকে মৃত অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে পিস্তল, দুই রাউন্ড গুলি ও সাত ভরি ওজনের স্বর্ণালঙ্কার জব্দ করা হয়।
শ্রীনগর থানার ওসি হেদায়েতুল ইসলাম ভূঞা জানান, নিহত দুই ডাকাতের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন