করোনা সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষে পটুয়াখালীর কলাপাড়ার সকল ধরনের সবজি বাজার স্থানান্তর করা হয়েছে। বুধবার সকালে কলাপাড়া থানা কমপ্লেক্সের সামনে খোলা আকাশের নিচে বাজারটির কার্যক্রম সূচনা করেন কলাপাড়া পৌরমেয়র বিপুল চন্দ্র হাওলাদার। গত ৯ এপ্রিল উপজেলা প্রশাসনের এক জরুরী সভায় জনসাধারনের সামাজিক দূরত্ব বজায় রাখতে সবজি বাজার স্থান্তরের এ সিন্ধান্ত গ্রহন করা হয়। স্থানান্তরিত বাজারে ৩৫ টির অধিক সবজি ব্যবসায়ী দোকান নিয়ে বসেছেন। খোলা মাঠে সবজি বাজার হওয়ায় নারী-পুরুষসহ সর্বশ্রেনীর মানুষ স্বস্তিবোধ করছেন বলে জানান ক্রেতারা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন