শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে ‘সাভার সেনানিবাসের সেনাসদস্যরা’

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ মে, ২০২০, ৪:৩৩ পিএম

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস নির্মূলে বিশ্বে এখন পর্যন্ত কোন কার্যকর চিকিৎসা পদ্ধতি উদ্ভাবিত না হলেও বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসা বিজ্ঞানীরা এই মহামারী থেকে মানুষকে পরিত্রাণ দিতে এর কার্যকর চিকিৎসা পদ্ধতি বা ভ্যাকসিন আবিষ্কারের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বলা যায় কে কার আগে এই ভাইরাসের সঠিক ও কার্যকর চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করবে এ নিয়ে বিশ্বের শক্তিশালী দেশ গুলোর মধ্যে এখন রীতিমত একধরনের ঠান্ডা লড়াই চলছে। তবে যতদিন না এই রোগের কোন সঠিক ও কার্যকর চিকিৎসা পদ্ধতি আবিস্কার হয়েছে, ততদিন এই রোগের প্রতিরোধের উপরই চিকিৎসা বিজ্ঞানীরা জোর তাগিদ দিয়েছেন। এই মহামারীর কার্যকর কোন চিকিৎসা পদ্ধতি আবিস্কার না হওয়া পর্যন্ত এটিই একমাত্র বাঁচার পথ। যেমনঃ ঘরে অবস্থান করা, সাবান বা জীবনুনাশক/হ্যান্ড সেনিটাইজার দিয়ে ঘন ঘন হাত ধোয়া/পরিস্কার রাখা, লবন মিশিত গরম পানি দিয়ে গড়গড় করা, সামাজিক দূরত্ব বজায় রাখা ইত্যাদি। গত ২৪ মার্চ ২০২০ তারিখ বাংলাদেশ সেনাবাহিনী করোনা বিরোধী অভিযানে আত্ননিয়োগ করার পর থেকে ৯ পদাতিক ডিভিশন, সাভার সেনানিবাসের সেনাসদস্যগণ ঢাকা জেলার সাভার, ধামরাই, দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, এছাড়া মানিকগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, মুন্সিগঞ্জ, নারায়নগঞ্জ, গাজীপুর জেলায় এই সামাজিক দূরত্ব কার্যক্রম বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেনাবাহিনীর সদস্যরা জনগনের উপর অন্যায়ভাবে শক্তি প্রয়োগ না করে অত্যন্ত ধৈর্ষ্য ও আন্তরিকতার সাথে জনগনের সম্মানের দিক খেয়াল রেখে তাদের বুঝিয়ে নিয়মিত মাইকিং, পোষ্টারিং, ব্যানার, ফেষ্টুন প্রদর্শনসহ নানাবিধ জনসচেতনতা কার্যক্রমের মাধ্যমে জনগনকে সচেতন করে এই সামাজিক দূরত্ব কার্যক্রম বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের এমন দূর্যোগময় মুহুর্তে সেনাবাহিনীর এই বিরামহীন মহতী উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা পালন করছে বলে এলাকার জনসাধারণ মত প্রকাশ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন