অভ্যন্তরীণ ডেস্ক
দেশের দুই স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সংক্রান্ত আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-
দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা জানান, কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তর (১৩) নামের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত ভেটুলতলা গ্রামের নিজ বাড়ির টিওবয়েলের সাথে থাকা বিদ্যুৎ চালিত পানির পাম্পের সংযোগ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, অন্তর সকালে তার বাড়ির টিওবয়েলের সাথে থাকা পানির পাম্পের বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যুতায়িত হয়। এ সময় স্বজনরা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়। নিহত অন্তর নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং ভাগজোত ভেটুলতলা গ্রামের উজির মিস্ত্রির ছেলে। এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শাহিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ লক্ষিপুরে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মোবাইল রবি কোম্পানির দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার ইলিয়টগঞ্জ লক্ষিপুর রবি টাওয়ারে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক মেহেদী হাসান (২৭) দিনাজপুর জেলার হাকিমপুর থানার রাউতারা গ্রামের শহিদুল্লার ছেলে এবং মোহন আলী (২৫) সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার জালানগর গ্রামের আবদুস ছাত্তারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, মোবাইল কোম্পানির রবি টাওয়ারে কাজ করার সময় মেহেদী হাসান বিদ্যুতে জড়িয়ে গেলে তাকে বাঁচাতে মোহন আলী এগিয়ে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। লাশ দুটি পুলিশ হেফাজতে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন