শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

রাকিবের চিকিৎসায় সাহায্যের আবেদন

প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

অভ্যন্তরীণ ডেস্ক

৮ বছরের শারীরিক প্রতিবন্ধী কিশোর রাকিব। যে বয়সে খেলাধুলা ও পড়াশুনায় মেতে থাকার কথা। সে বয়সে দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স-এর সহযোগী অধ্যাপক, শিশুরোগ বিশেষজ্ঞ ও শিশু নিউরোলজিস্ট ডা. নারায়ণ সাহা বিভিন্ন পরীক্ষা- নিরীক্ষা করে জানান, রাকিব জটিল রোগে আক্রান্ত, তার মেরুদ-ের রগ শুকিয়ে গেছে, তাকে সুস্থ করতে বিদেশ নিয়ে উন্নত চিকিৎসা করাতে হবে, এতে প্রায় ৮/১০ লাখ টাকার প্রয়োজন।
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার উত্তর রানাপাশা গ্রামের দরিদ্র দিনমজুর বর্গাচাষি মো. আইউব আলী মুন্সির ছেলে মো. রাকিব হোসেন। সন্তানদের লেখাপড়া ও ভরণ পোষণসহ পরিবার-পরিজন নিয়ে সংসার চালাতেই রাকিবের বাবাকে নিয়মিত হিমসিম খেতে হয়। তার ওপর দীর্ঘদিন রাকিব অসুস্থ। নিকট আত্মীয় ও প্রতিবেশীর কাছে ধারদেনা করে এতদিন চিকিৎসা চালিয়ে আসছেন। রাকিবের বাবার পক্ষে আর ছেলের চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তাই তিনি বাধ্য হয়ে সমাজের দানশীল, দয়াবান, ধনবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট ছেলের চিকিৎসায় অর্থ সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা-
মো. রাকিব হোসেন, হিসাব নং ৫৪১৩, সোনালী ব্যাংক, মোল্লারহাট শাখা, নলছিটি, ঝালকাঠি।
মোবাইল ০১৯৩০৬৪০৮৮৫।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন