সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা
সৈয়দপুরে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন ‘টেকনোলজি এম্পাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস্ ফর আন্ডার প্রিভিরেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকার)’ শীর্ষক কারিগরী সহায়তা প্রকল্পের ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়েছে। সৈয়দপুর উপজেলা যুব উন্নয়ন দপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করেছে। গতকাল রোববার উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাওয়াদুল হক সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন