অভ্যন্তরীণ ডেস্ক
দেশের দুই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ২ জন আহত হয়েছে ৩ জন। এ সংক্রান্ত আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা জানান, গোপালগঞ্জে নসিমন উল্টে চালক মামুন মল্লিক (২২) নিহত হয়েছেন। গতকাল রোববার গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার নিলারমাঠ এাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মামুন বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা গ্রামের সিহাব মল্লিকের ছেলে। গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ সেলিম রেজা জানান, মামুন সকালে মোল্লাহাট থেকে নসিমন নিয়ে গোপালগঞ্জ শহরে যাচ্ছিল। পথে নিলারমাঠ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে গেলে ঘটনাস্থলেই মামুন মারা যায়।
রায়পুর (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা জানান, লক্ষ্মীপুরের রায়পুরে চিংড়ি বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে রবিউল ইসলাম (২৮) নামে এক চালক নিহত হয়েছেন। এসময় হেলপার মোস্তাকিনসহ আরও তিন জন গুরুতর আহত হয়েছে। গত রোববার ভোর রাত ৪ টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর অঞ্চলিক মহাসড়কের খাইল্লার পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল সাতক্ষীরা জেলার থানাকাটা এলাকার রাজ্জাকের ছেলে। রাতেই স্থানীয় লোকজন হেলপারসহ তিনজনকে উদ্ধার করে রায়পুর ও লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে গাড়ির হেলপার মোস্তাকিনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা জানান, সাতক্ষীরা জেলা থেকে যশোরে একটি ট্রাট চিংড়ি মাছ বোঝাই করে লক্ষ্মীপুর হয়ে চট্টগ্রাম ফিস হ্যাচারি ঘাটে যাচ্ছিল। পথে রায়পুর-লক্ষ্মীপুর অঞ্চলিক মহাসড়কে খাইল্লার পোল এলাকার সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খালে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে চালক নিহত হয়। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে ট্রাক ও চালকের লাশ উদ্ধার করা হয়। ট্রাক মালিক ও চালকের পরিবারের লোকদের খবর দেয়া হয়েছে। তারা আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন