হত্যা রাহাজানি, অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজিসহ ১২ মামলার আসামী ঈশ্বরদীর কুখ্যাত সন্ত্রাসী আবুল কাসেম লোলো (৩০) গতকাল পুলিশের হাতে আবারও গ্রেফতার হয়েছে।
ঈশ্বরদী থানা পুলিশ শহরের ফতে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ঈশ্বরদী সার্কেল অফিস ও থানা সূত্রে জানাযায়, শহরের ফতে মোহাম্মদ এলাকার মৃত মন্জুর হোসেনের ছেলে কুখ্যাত সন্ত্রাসী আবুল কাসেম লোলো সম্প্রতি জেল হাজত থেকে জামিনে মুক্তি পেয়ে বাড়িতে এসেই উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক পরিচয় দিয়ে বিভিন্ন স্হানে চাঁদাবাজি করতে থাকে। শহরের রহিমপুর এলাকার জনৈক শিশির মাহমুদ বাদী হয়ে লোলোর বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দীন ফারুকী বিপিএম পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে লোলো যুবলীগের কেউ নয় বলে ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল জানিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন