কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা
নৌকাডুবিতে নিখোঁজ করিমগঞ্জ উপজেলার কান্দাইল দারুস্সালাম দাখিল মাদরাসার সুপার মাওলানা হাফিজ উদ্দিনের লাশ গতকাল সোমবার সকালে ভাসমান অবস্থায় গুনধর হাইস্কুল সংলগ্ন বড় হাওর এলাকায় পাওয়া গেছে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান নূরু সিকদার। এদিকে নৌকাডুবিতে নিহত সুপারের জানাযা গতকাল সোমবার দুপুরে ইন্দাচুলি গ্রামে মরহুমের বাড়ি সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হয়। উক্ত জানাযায় গুনধর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নূরু সিকদার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন। উল্লেখ্য, গত ১৬ জুলাই সন্ধ্যায় করিমগঞ্জ উপজেলার বরুক ঘাট থেকে একটি খেয়া নৌকাযোগে কান্দাইল দারুস্সালাম দাখিল মাদরাসার সুপার মাওলানা হাফিজ উদ্দিন সপরিবারে ইন্দাচুলি নিজ বাড়িতে যাওয়ার সময় বড় হাওরের গুনধর এলাকায় নৌকাটি ডুবে যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন