কুড়িগ্রাম জেলা সংবাদদাতা
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার নিখোঁজ মাদ্রাসাছাত্রকে ফেরৎ পেতে চান তার মা। সম্প্রতি বিভিন্ন স্থানে নিখোঁজ হওয়া যুবকদের জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ততার খবরে ছেলেকে নিয়ে উদ্বিগ্ন তিনি। ভুরুঙ্গামারী থানা ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম জানান, উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের হাফেজ মো. নছির উদ্দিনের একমাত্র পুত্র মো. বায়েজিদ হোসেন ডিপেরহাট দাখিল মাদ্রাসার ছাত্র অষ্টম শ্রেণীতে থাকাকালীন ২০১২ সালে নিরুদ্দেশ হয়। সে সময় তার স্বজনরা বিভিন্ন স্থানে খুঁজে তাকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। পরে মোবাইল ফোনে বায়েজিদ তার বাবা-মাকে জানায়, সে ঢাকায় লেখাপড়া করছে। পরবর্তীতে পরিবারের সঙ্গে সে আর যোগাযোগ করেনি। বায়েজিদের মা আছিয়া বেগম (৪২) জানায়, আমরা কয়েকদিন থেকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে জঙ্গি সংক্রান্ত সংবাদ দেখে আতঙ্কিত হয়ে ছেলের খোঁজ নিতে গতকাল সোমবার পুলিশের সহযোগিতার চেয়েছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন