সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা
নীলফামারীর সৈয়দপুরের পল্লীতে জমির মালিকানা নিয়ে গত রোববার বিকালে সংঘর্ষের ঘটনায় ১০ জন গুরুতর আহত হয়েছে। জানা যায়, উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা বেলপুকুর তালেপাড়ায় ১০ শতাংশ জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে ছাবেদ আলী ও আলাউদ্দিন গং বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা হলে আদালতের বিচারক আলাউদ্দিনের পক্ষে রায় দেন। এই রায় না মেনে ছাবেদ আলী ও তার দলবল জমি দখল করতে যায়। আলাউদ্দিন ও তার লোকজন বাধা দিলে উভয়পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আলাউদ্দিন, আনোয়ার হোসেন, আলিমুদ্দিন, সুলতান, সেলিনা বেগম, মারুফা বেগমসহ ১০ জন গুরুতর আহত হয়। এদের অনেকের মাথা ফেটে, শরীর থেতলে যায় এবং হাত ভেঙে গেছে। গুরুতর আহত এসব লোকজনকে সৈয়দপুর ১শ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতেই এই ঘটনায় মামলা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।
মন্তব্য করুন