শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

পাঁচবিবির রেলস্টেশনে যাত্রীদের দুর্ভোগ

প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা
জয়পুরহাটের পাঁচবিবিতে রেলস্টেশনে বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে সয়লাব হওয়ায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। ৭৫ ফিটের পুরাতন ছাউনিটি মরিচা পরে নষ্ট হওয়ায় বৃষ্টির পানি পরে। স্টেশনে কাঁদা হওয়ায় যাত্রীদের দাঁড়ানোর জায়গা থাকে না। পুরো স্টেশন যেন ময়লা-আবর্জনার ভাগারে পরিণত হয়ে থাকে। স্টেশনের উপর দিয়ে অবাধে সাইকেল ও মোটরসাইকেল চলে। ঢাকাগামী ও রাজশাহী গামী ট্রেনের স্টপেজ থাকায় এই স্টেশনে পুর্বের তুলনায় যাত্রীর চাপ বেড়েছে। রাজস্ব আয়ও বেড়েছে কয়েকগুণ। কিন্ত সেই তুলনায় যাত্রী সেবার মান বাড়েনি। কিছুদিন পূর্বে যাত্রীদের জন্য ৭৫ ফিটের নতুন ছাউনী নির্মাণ করা হয়। বৃষ্টির দিনে নতুন ছাউনির ভিতর যাত্রীদের সংকুলান হয় না। ফলে বৃষ্টি শুরু হলে যাত্রীরা আশ্রয়ের জন্য এদিক ওদিক ছুটাছুটি করেন। পুরাতন ছাউনির নিচে পানি পড়ে কাদা সৃষ্টি হওয়ায় অনেক সময় যাত্রীরা পিছলে পড়ে ও কাপড় নষ্ট হয়ে যায়। দীর্ঘ দিন থেকে এ সমস্যা সৃষ্টি হলেও দেখার কেউ নেই। এ বিষয়ে স্টেশন মাষ্টার সন্তোষ কুমার বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধীকবার বলা হয়েছে কিন্তু কোন কাজ হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন