শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগ

প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
টাঙ্গাইলের সখিপুর উপজেলার হতেয়া গ্রামে আদম ব্যবসায়ী আলী হোসেনের বিরুদ্ধে সিংগাপুরসহ বিভিন্ন দেশে লোক পাঠানোর নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। বিদেশের কথা বলে টাকা নেওয়ার সময় লিখিত থাকার পরও বিদেশ না পাঠিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে বলে পাওনাদার কাজী আমির হোসেন অভিযোগ করেন। কাজী আমির হোসেনের লিখিত অভিযোগে জানা যায়, আমির হোসেনের ছেলে মামুনকে সিংগাপুর শ্রমিক হিসাবে পাঠাবে বলে উপজেলার হতেয়া কেরানী পাড়ার সমেস হাজী ও তার ছেলে আলী হোসেন বিগত ২০ আগস্ট/২০১৩ তারিখে ৪ লাখ ৫০ হাজার টাকা ও ২৯ অক্টোবর/২০১৪ তারিখে ১ লাখ ৯০ হাজার টাকা সহ মোট ৬ লাখ ৪০ হাজার টাকা নেয়। দীর্ঘদিন অতিবাহিত হলেও আলী আমার ছেলেকে বিদেশ না পাঠিয়ে ছলনার আশ্রয় নিয়ে টাকাগুলো আত্মসাতের পায়তারা করছে। এমনভাবে প্রতারণার মাধ্যমে আলী হোসেন অন্যান্য এলাকা থেকেও লাখ লাখ টাকা আত্মসাৎ করে অবৈধ সম্পদের পাহাড় করেছে বলে অভিযোগ রয়েছে। বিদেশ যেতে না পেরে সর্বস্বান্ত হয়ে বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে আমির আলী ও তার ছেলে মামুন। প্রতারক আলী হোসেন বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনে একটি মামলায় কিছুদিন জেল হাজতেও ছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন