পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোবাইল চুরির অভিযোগে বিকরাম হোসেন (১৮) নামের এক অটোচালককে হাত-পা বেঁধে অমানুষিক নির্যাতনের ঘটনা ঘটেছে। নির্যাতিত ওই কিশোর উপজেলার চন্ডিপাশা গ্রামের এখলাছ উদ্দিনের পুত্র। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসি গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে। এলাকাবাসি সূত্রে জানা যায়, গত রোববার বিকালে বিকরাম হোসেন বাড়ি থেকে বের হলে মোবাইল চুরির কথিত অভিযোগ এনে চন্ডিপাশা গ্রামের নজরুল ও রফিকের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি বিকরামকে আটক করে হাত-পা বেঁধে লাঠি দিয়ে বেধড়ক পেটায় এবং বাম হাতের নখে সুঁই ঢুকিয়ে নির্যাতন চালায়। এ সময় বিকরামের চিৎকারে এলাকাবাসি এগিয়ে আসলে নির্যাতনকারিরা পালিয়ে যায়। পরে আহতবস্থায় তাকে উদ্ধার করে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। নির্যাতনকারিদের বিচারের দাবিতে এলাকাবাসি গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের কোদালিয়া নামক স্থানে অবরোধ করে রাখে। খবর পেয়ে পাকুন্দিয়া থানার এসআই শেখ জিয়াউল রাব্বির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসিকে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ওসি হাসান আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্যাতিত পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন