শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ফোন করলেই তামিমের ‘উপহার’

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

করোনাভাইরাসে সৃষ্ট সংকটপূর্ণ সময়ে একের পর এক প্রশংসনীয় উদ্যোগ নিয়ে চলেছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। দেশের শীর্ষস্থানীয় এই ক্রিকেটার এবার সমাজকর্মী নাফিসা খানের সাথে মিলে রাজধানীর একটি নির্দিষ্ট অঞ্চলে দিচ্ছেন খাদ্য সহায়তা।

নাফিসা দীর্ঘদিন ধরেই সামাজিক উন্নয়নম‚লক কার্যক্রমের সাথে যুক্ত। আর্থিক সংকটে যারা বিপাকে পড়েছেন, তারা মুঠোফোনে তার সাথে যোগাযোগ করলেই নিজে পৌঁছে দেন খাদ্য সহায়তা। তামিম তার কার্যক্রমে হাত বাড়িয়ে দিয়েছেন। আজ রাজধানীতে তামিমের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হবে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি। পুরো কাজটি সম্পন্ন করবেন নাফিসা। নাফিসা জানান, ‘খেলার মাঠে দেশের জন্য যুদ্ধ করা মানুষটি করোনা যুদ্ধেও মাঠে নামতে প্রস্তুত। সরাসরি মাঠে নেমে চার ছক্কা মেরে দেশ জেতানোর সুযোগ না থাকলেও ঘরে বসেই করোনা যুদ্ধে দেশকে জয়ী করতে আমার মতো সেচ্ছাসেবীর পাশে দাঁড়াতে একটুও সময় অপচয় করেননি তামিম।’

তামিমের উপহার সংকটে পড়া মানুষের কাছে পৌঁছে দিতে নাফিসা সশরীরে উপহার নিয়ে যাবেন রাজধানীর নির্ধারিত ঐ এলাকায়। তিনি জানান, ‘আগামী শুক্রবার (আজ) ঢাকা শহরের নির্ধারিত একটি এলাকায় তামিমের পক্ষ থেকে উপহার পৌঁছে দিতে মাঠে থাকব আমি এবং আমার সিএনজি চালিত অটোরিকশা।’
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময়ে তামিম নানা প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন। নিজে উদ্যোগ নিয়ে জাতীয় দলের সতীর্থদের সাথে বেতনের অর্ধেক অনুদান দিয়েছেন। তরুণ অ্যাথলেট সামিউল ইসলামকেও সহায়তা করেছেন। নারায়ণগঞ্জের তারকা ক্রিকেটার নাজমুল ইসলাম অপুর দাতব্য কাজে শামিল হয়েছেন। টিম বয় ও ম্যাসাজম্যানদের জন্য পঞ্চপান্ডবের একজন হিসেবে দিয়েছেন অনুদান। ফুটস্টেপস নামের একটি সংগঠনের সাথেও সম্পৃক্ত হয়েছেন, যারা করোনা মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন