শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

শরীয়তপুরে সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

শরীয়তপুর জেলা সংবাদদাতা

জাতীয় মৎস সপ্তাহ পালন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে জেলা মৎস্য অধিদপ্তর শরীয়তপুর। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শরীয়তপুর সদর উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আলমগীর হোসেন হাওলাদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সদর মো. মোহসীন, জেলা মৎস্য জরিপ কর্মকর্তা আবুল খায়ের, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুস সামাদ, ওয়ার্লড ফিস প্রকল্পের প্রতিনিধি বিভোভূশন মজুমদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ২৫ জন সংবাদকর্মী। সংবাদ সম্মেলনে জেলা মৎস্য কর্মকর্তা জানান, ‘জল আছে যেখানে, মাছ চাষ সেখানে’ এই প্রতিপাদ্য নিয়ে এবার জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হতে যাচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে র‌্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, মৎস্য চাষে উদ্বুদ্ধকরণের জন্য চাষিদের নিয়ে আলোচনা সভা, মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়ন ও মোবাইল কোর্ট পরিচালনা, প্রামাণ্য চিত্র প্রদর্শন ও জেলার সফল মৎস্য চাষিদের পুরস্কার বিতরণ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন