বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা
সিলেটের ওসমানীনগরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ। আটককৃতরা হলো- উপজেলার উসমানপুর ইউপির ইছামতি গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ (২৭) ও একই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে আব্দুল ছমির (৩৬)। জানা যায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দয়ামীর-গহড়পুর সড়কের রাইকদাড়া নামক স্থানে ১০/১২ জনের এক দল ডাকাত ডাকাতির প্রস্তুতি খবর পেয়ে ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টাকালে ডাকাত আব্দুল্লাহ ও ছমিরকে আটক করে পুলিশ। এসময় অন্য ডাকাতরা পালিয়ে যায়। আটক দুই ডাকাতদের নিকট থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ১টা রামদা, ১টা ছোড়া ও ২টি লোহার পাঞ্জা উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন