শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

ফের সড়ক অবরোধ গার্মেন্ট শ্রমিকদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২০, ১:২৮ পিএম

বকেয়া বেতনের দাবিতে আজও রাজধানীর বাড্ডা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি গার্মেন্টের শ্রমিকরা। শনিবার মধ্যবাড্ডা ইউলুপের সামনে দুই পাশের সড়ক অবরোধ করেন তারা। এসময় সড়কের দুইদিকের যানচলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

পুলিশ জানায়, মধ্যবাড্ডা এলাকার ৩টি গার্মেন্টসের শ্রমিকদের ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন বকেয়া রয়েছে বলে তারা একজোট হয়ে সড়কে অবরোধ করেছে। তারা সড়কে যানচলাচল বন্ধ করে দেয়ায় অনেক জরুরি সেবার যান আটকে ছিল।

বাড্ডা থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ১০ টার দিকে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে। ঘণ্টাখানেক পর পুলিশের অনুরোধে তারা সড়ক ছেড়ে দেয়। বর্তমানে (দুপুরে) সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ash ২৬ এপ্রিল, ২০২০, ৫:৪৯ এএম says : 0
AMI BUJI NA KENO AI GARMENT ER MALIKER BACHA DER WORNING DEW A HOY NA??? KENO TADER DEAD LINE DAWA HOY NA ?? KENO KISU DIN POR POR GARMENTS WORKER DER JIBON KE BISHIE TULE OI SHOB GARMENTS ER MALIKER BACHA RA ?? KENO GARMENTS WORKER DER KISU DIN POR POR RASTAY NAMTE HOBE ???
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন