মহসিন আলী মঞ্জু, ফুলবাড়ী (কুড়িগ্রাম) থেকে : ফুলবাড়ীতে শীত উপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকদের ধানের চারা লাগানোতে ব্যস্ত থাকতে দেখা গেছে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কেউবা চারা তুলছেন, কেউবা হাল চাষ করছেন আবার কেউবা চারা রোপণের কাজে ব্যস্ত। চাষিরা নিচু জমিতে আগাম চারা রোপণ করছে যাতে বর্ষা ও কালবৈশাখির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আগাম কেটে ঘরে তোলা যায়। সাধারণত ব্রি-ধান ২৮ বেশি পরিমাণে লাগানো হচ্ছে। এর ফলন কম হলেও আগাম ঘরে তোলা যায় এবং ভাত খেতেও সুস্বাদু। বাজার মূল্য কম থাকায় হাইব্রিড ধানের প্রতি কৃষকদের আগ্রহ কম। গত কয়েক বছরে কৃষকরা ধানের ন্যায্য মূল্য পায়নি। অনেকেই ধার-দেনায় ডুবে আছেন। তারপরেও আশা নিয়ে ধান চাষ করছেন। বড়ভিটা গ্রামের কৃষক নুরু মিয়া জানান, তিনি ৩ বিঘা জমিতে ব্রি-ধান ২৮ লাগিয়েছেন। আবহাওয়া অনুকূল থাকলে সরকার ধানের ন্যায্য মূল্য দিলে তারা ধান চাষ করে সুখে থাকতে পারবেন। উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রশিদ জানান, এবার ফুলবাড়ীতে ১০ হাজার ৬ শত একর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কৃষকদের রাসায়নিক সারের পরিবর্তে জৈব ও সুষম সার ব্যবহারে পরামর্শ দেয়া হচ্ছে। আবহাওয়া অনুকূল থাকলে ফুলবাড়ীতে ধানের বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন