গাজীপুর জেলার শ্রীপুরের জৈনা বাজার এলাকার আবদার গ্রামে প্রবাসী কাজলের স্ত্রী সন্তানসহ পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যার ঘটনার মুল হোতা পারভেজ (২০) কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গাজীপুর জেলা পিবিআই এর পরিদর্শক হাফিজুর রহমান জানান, রবিবার রাতে পারভেজকে গ্রেফতারের পর তার দেখানো মতে রক্ত মাখা কাপড়, মাটির নিচে চাপা দেয়া মোবাইল ফোন ও পায়জামার ভিতর থেকে ৩টি গলার চেইন, নিহত ফাতেমার কানের দুল উদ্ধার করা হয়েছে। এই হত্যা কান্ডে একাধিক ঘাতক অংশ নিয়েছিলো বলে ধারনা করা হচ্ছে। এলাকার একাধিক সুএ জানায়, গ্রেফতারকৃতং পারভেজ এর আগেও একাধিক বিভিন্ন অপরাধ মুলক কাজে জড়িত ছিল। সে ছিল মাদক সেবী ও মাদক ব্যবসায়ী। উল্লেখ্য গত বৃহস্পতিবার বিকেলে গাজীপুর জেলার শ্রীপুরের জৈনা বাজার এলাকার আবদার গ্রামের একটি দোতলা বাড়ী থেকে প্রবাসী রেদোয়ান হোসেন কাজলের স্ত্রী ফাতেমা (৪৫) তার বড় মেয়ে সাবরিনা সুলতানা (নুরা) (১৬) ছোট মেয়ে হাওরিন হাওয়া (১২) ও বাক প্রতিবদ্ধী ছেলে ফাদিল (৮) এর লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মগে প্রেরন করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন