ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা
ছাতকে ভাইয়ের সাথে টাকার লেনদেন নিয়ে দিনের বেলা ঘুমন্ত স্বামীর গলা কেটে হত্যার চেষ্টা চালায় স্ত্রী রেহেনা। পরে আহত স্বামী গোলাম আলীকে মুমূর্ষু অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর স্ত্রী রেহেনা নিখোঁজ রয়েছে। জানা যায়, গত মঙ্গলবার বিকেলে উপজেলা কালারুকা-খালপার গ্রামের মৃত আফিজ আলীর পুত্র গোলাম আলী (৩৫)-কে স্ত্রী রেহেনা বেগম (৩০) ধারালো দা দিয়ে জবাই করার অপচেষ্টা চালায়। পরে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। ৩ ঘণ্টা অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানান ধারালো দায়ের আঘাতে তার গলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিরা-উপশিরা কেটে গেছে। দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের শিবপুর গ্রামে প্রায় ১২ বছর পূর্বে রেহেনাকে বিয়ে করেন গোলাম আলী। কিন্তু তাদের একযুগ ঘর সংসারের মধ্যে কোন সন্তানাদি না থাকায় এমনিতেই তাদের মধ্যে কলহের ঘটনা প্রায় নিত্য-নৈমিত্তিক হয়ে উঠে। এরপরও রেহেনার ভাই গোলাম আলীর কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আর দেয়নি। এ নিয়ে গত ১৪ আগস্ট স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর জের ধরেই অবশেষে স্বামীকে হত্যা চেষ্টা চালায় রেহেনা। ঘটনার পর রেহেনা পালিয়ে গেছে। ছাতক থানার অফিসার্স ইনচার্জ আশেক সুজা মামুন ঘটনার সত্যতা স্বীকার করে অভিযোগের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন