গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা
গাইবান্ধার গোবিন্দগঞ্জের বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সীমার খোঁজ মেলেনি। গত ১১ জুলাই নিখোঁজ হয় সীমা খাতুন। এ বিষয়ে নিখোঁজ ছাত্রীর বাবা বাদি হয়ে গত ১৩ জুলাই গোবিন্দগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন। ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও আজো সীমার কোনো খোঁজ পাওয়া যায়নি। সীমা ১১ জুলাই বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পর আর বাড়ি ফেরেনি। সীমার চাচা জাফু মিয়া জানান, সীমা নিখোঁজ হওয়ার পর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে থানায় জিডি করা হয়। এরপর একটি মোবাইল নম্বর থেকে ফোন করে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। কিন্তু সেই নম্বর আর খোলা পাওয়া যায়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন