শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বিদ্যুৎস্পৃষ্টে ২ বৃদ্ধের মৃত্যু

প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইগাতী (শেরপুর) উপজেলা সংবাদদাতা

শেরপুরের ঝিনাইগাতীতে গতকাল বুধবার সকালে উপজেলার দুধনই গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধরা হলো- দুধনই গ্রামের মৃত ইনছান আলীর ছেলে আঃ খালেক (৬০) ও একই গ্রামের মৃত দুলু শেখের ছেলে তালেব উদ্দিন (৮০)। জানা যায়, গতকাল বুধবার সকালে বাড়ির পার্শ্ববর্তী ক্ষেতে ট্রাক্টর মেশিন দ্বারা চাষ করতে গিয়ে দেখা যায় যে, বিদ্যুতের এলটি লাইনের একটি খুঁটি ভেঙে তারসহ ক্ষেতের মধ্যে পড়ে আছে। বিষয়টি স্থানীয় বিদ্যুৎ বিভাগকে জানালে তারা প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়ে বরং বাঁশ/শুকনা কোন খুঁটির মাধ্যমে ওই ভাঙা খুঁটিটি সরিয়ে তাদের ক্ষেত চাষ করতে বলেন। ওই ২ বৃদ্ধ বাঁশ নিয়ে ভাঙা খুঁটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারাত্মকভাবে জখম ও আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন