করোনা সংক্রমণ ঠেকাতে ভারতে লকডাউন চলছে। সাধারণ মানুষকে গৃহবন্দি রাখার জন্য এই উদ্যোগ সরকারের। কিন্তু তা সত্তে¡ও কে শোনে কার কথা? দিব্যি চোর-পুলিশ খেলা করছেন লকডাউনের নিয়ম ভঙ্গকারীরা।
কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখা যে কতটা প্রয়োজনীয়, সে বিষয় অজানা নয় তাদের। অথচ যারা সামাজিক দূরত্ব বজায়ের প্রয়োজনীয়তার বিন্দু বিসর্গও জানে না সেই বানররা দিব্যি মেনে চলছে নিয়ম। অবাক হলেও সম্প্রতি এমনই একটি ছবি ভাইরাল হয়েছে। যাতে দেখা গেছে, নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখেই দিব্যি খাওয়াদাওয়া করছে তারা।
সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু এই ছবিটি টুইট করেন। তাতে দেখা গেছে এক যুবক তরমুজ কেটে বানরদের হাত দিচ্ছেন। রাস্তার একাংশ জুড়ে বসে রয়েছে বেশ কয়েকটি বানর। তবে প্রত্যেকেই নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখে বসে রয়েছে।
তারা এক এক করে হাত বাড়িয়ে ওই তরমুজ নিচ্ছে। এভাবেই কলাও নিয়েছে। কোনও তাড়াহুড়ো না করে দূরত্ব বজায় রেখে খাবার খাচ্ছে বানরগুলো। অরূপ কালিতা নামে এক ব্যক্তি অরুণাচল প্রদেশের ভালুকপংয়ে এই ছবিটি তোলেন। সেই ছবিটি সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে পড়তে শুরু করে। চোখের নিমেষে ভাইরাল হয়ে যায়। লাইক, কমেন্টের সংখ্যা বাড়ছে মুহূর্তে মুহূর্তে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন